
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর পর দুই পরমাণু শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের সেনা এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ভারতের উপর পরমাণু হামলার হুমকিও দিয়েছেন।
এরই মাঝে ২০১৯ সালে রউতলেজ এর একট গবেষণাপত্র সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, প্রাণঘাতী জঙ্গিহানার ফলে ২০২৫ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা রয়েছে।
গবেষকরা তত্ত্ব দিয়েছেন, একটি বড় সন্ত্রাসী হামলার ফলে এই যুদ্ধের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ভারতীয় সংসদে হামলা করা হবে। যা ভারতকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সৈন্য মোতায়েনের জন্য প্ররোচিত করবে। পাকিস্তানও এর পাল্টা জবাব দেবে। উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উভয় পক্ষের সংঘর্ষ এবং হতাহতের ঘটনা দ্রুত বৃদ্ধি পাবে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয় সেনা পাকিস্তানের জমিতে অগ্রসর হলেই পরমাণু হামলার সম্ভাবনা তৈরি হবে। পাকিস্তানের সেনা জেনারেল হার নিশ্চিত জেনে পরমাণু অস্ত্রের ব্যবহার করবেন।
গবেষণাপত্রের ভবিষ্যদ্বাণী-
দিন ১: পাকিস্তান ১০টি পরমাণু অস্ত্র (পাঁচ কিলোটন)-এর ব্যবহার করবে নিজেদের সীমানার মধ্যেই। যা ভারতীয় ট্যাঙ্কগুলিকে ধ্বংস করতে ব্যবহার করা হবে।
দিন ২: পাকিস্তান আরও ১৫টি পরমাণু অস্ত্রের ব্যবহার করল। জবাবে ভারত ২০টি পরমাণু বোমার ব্যবহার করল। লক্ষ্য সেনা ঘাঁটি এবং পরমাণু অস্ত্র ঘাঁটি।
এই বোমার ব্যবহারে বিশাল আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হবে। ঠিক হিরোশিমার মতো।
যুদ্ধ থামানোর বদলে তৃতীয় দিনে আরও আগ্রাসী মনোভাব দেখাবে ভারত। জবাবে পাকিস্তান ভারতের সেনাছাউনি, নৌঘাঁটি এবং এয়ারফিল্ডগুলিকে লক্ষ করে ৩০টি এয়ারবার্স্ট পরমাণু বোমা নিক্ষেপ করবে এবং এর পাশাপাশি আরও ১৫টি কৌশলগত পরমাণু বোমা নিক্ষেপ করবে। পাল্টা পাকিস্তানের সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ১০টি বোমা নিক্ষেপ করবে ভারত।
গবেষণাপত্রে বলে হয়েছে, দুই দেশের মধ্যে পুরোদস্তুর পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে। আগামী তিন দিনে পাকিস্তান নিজেদের ভাণ্ডারের ১২০টি পরমাণু অস্ত্রই ব্যবহার করে ফেলবে। পাল্টা ভারতের ব্যবহার করবে মাত্র ৭০টি। বাকি ১০০টি রেখে দেওয়া হবে চীনকে রুখতে।
যদি ধরে নেওয়া যায় যে উভয় দেশের কাছেই প্রায় ২৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। গবেষকরা সেই যুদ্ধের ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। গবেষণাপত্রে বলা হয়েছে, ৫ থেকে ১২৫ মিলিয়ন সাধারণ মানুষের তৎক্ষণাৎ মৃত্যু। ভারত ও পাকিস্তানের প্রধান শহরগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে অথবা বসবাসের অযোগ্য হয়ে যাবে। স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, শক্তি এবং অর্থব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।
এখানেই শেষ নয়। যুদ্ধের ফলে সৃষ্টি তেজষ্ক্রিয়তা এবং ধোঁয়ার কুণ্ডলী গোটা বিশ্বকে ছেয়ে ফেলবে। এর ফলে বিশ্বজুড়ে তৈরি হবে মহামারি। এর ফলে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর